সিভিল ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে পাথরের ব্যবহার

সিভিল ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে পাথরের ব্যবহার

নির্মাণ প্রকৌশলীগণ নির্মাণের বিভিন্ন দিক চিন্তা করে পাথরকে নির্মাণে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন ।

(ক) সিভিল ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে সরাসরি পাথরের ব্যবহার :-

১.দেওয়াল, ভিত্তি, সুপার স্ট্রাকচার, কলাম ও পেডেস্টালে ।

২.ইমারতের অংশবিশেষে যেমন-লিন্টেল, আর্চ, কার্নিশ, কুপিং, গ্রানাইট ও মার্বেলের স্লাব হিসাবে ।

৩.চারুকার্য, শিল্পকর্মের সন্মুখ পৃষ্ঠে ইত্যাদি ।

৪.পেভিং এর কাজে ইমারত, রাস্তা ও ফুটপাত ।

৫.ভারী নির্মাণে ড্যাম, ব্রিজ, টাওয়ার, ঠেস দেওয়াল ইত্যাদি ।

৬.রোড মেটাল হিসেবে ম্যাকাডাম রোড, বিটুমিনাস রোড ।

৭.ক্ষুদ্র ক্ষুদ্র পাথরকণা বালির বিকল্প হিসেবে ।

৮.কৃত্রিম পাথর তৈরিতে ফাঁকা বা সলিড ব্লক তৈরির ক্ষেত্রে ।

৯.রেলওয়ের ব্যালাস্ট হিসেবে ।

(খ) শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার :-

১.সিমেন্ট উৎপাদন ।

২.চুন উৎপাদন ।

৩.কাদাজাত সামগ্রী উৎপাদনে ।

৪.টেক্সটাইল ও গ্লাস শিল্পে ।

৫.লোহা প্রস্তুতকরণে ।

৬.ধাতর সামগ্রীর কারখানা ও সার কারখানায় ।