পাথরের_বৈশিষ্ট্য

#পাথরের_বৈশিষ্ট্য

পাথরের ব্যবহার আগের তুলনায় বর্তমানে দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে । নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী সমূহের মধ্যে পাথরের ন্যায় স্থায়িত্বশীল সামগ্রী অন্য আর একটিও নেই বিধায় পাথরকে নির্মাণ উপকরণের রাজা বলা হয়। এই নির্মাণ উপকরণের রাজার বহুগুণ ব্যবহার আমরা দেখতে পাই সিমেন্ট তৈরির মূল উপাদান, রেলপথের ব্যালাস্ট, রাস্তা এবং বিল্ডিং নির্মাণে। তবে টেকসই নির্মানে ভালো পাথর কেনার ক্ষেত্রে পাথরের কিছু বৈশিষ্ট্যর দিকে লক্ষ্য রাখতে হয়।

নিচে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো-

১। ভাঙ্গা পাথরের গায়ে খসখসে ভাব ও কোনাকোনি আকৃতির হতে হবে।

২।পাথরের সংমিশ্রণ একইরকম আইটেমের হতে হবে। যেমন- বোল্ডার ক্রাশড পাথরের সাথে ভুতুভাঙা পাথরের মিশ্রণ থাকবেনা।

৩। পাথরের গায়ে কোন প্রকার ময়লা বা ডাস্ট থাকবেনা।

৪। আপনি যে সাইজের ভাঙ্গা পাথর নিতে চাচ্ছেন সেই সাইজ ঠিক আছে কি-না তা ভালোভাবে দেখতে হবে।

৫। পাথরের ওয়েল গ্রেডেড দেখে নিতে হবে।

৬।পাথরের সংমিশ্রণ কাদা মুক্ত হতে হবে।

৭।পাথরের সংমিশ্রণে কোন মরা পাথর থাকবেনা।

বিঃদ্রঃ পাথর কেনার সময় নিজে উপস্থিত না থাকতে পারলে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন লোকের সহায়তা নিন।